চট্টগ্রামে আসছেন ১৬ই জানুয়ারি ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি । যাবেন রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়িতে। পরিদর্শন করবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল। ওই দিন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্মারক বক্তৃতায় অংশ নেবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতীয় হাইকমিশন অফিস থেকে বৃহস্পতিবার বিকেলেই আমাদের জানানো হলো ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আগামী ১৬ই জানুয়ারি চট্টগ্রামে আসছেন।
তিনি নিজে থেকেই চট্টগ্রামে আসার আগ্রহ প্রকাশ করেছেন। যা আমাদের জন্য গৌরবের।
মহান এই নেতার আগমন উপলক্ষে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছি। তার সংবর্ধনার আয়োজন করছি আমরা। ওই সভায় আমরা সকলে তার মূল্যবান বক্তব্য শুনবো। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চলতে পারে এই অনুষ্ঠান। এর আগে প্রণব মুখার্জি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেবেন। সেখান থেকে চট্টগ্রামে আসবেন।
