পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে । শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জেলা বিএনপির ভিক্টোরিয়া সড়কের দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়। পরে সেখান থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধার মুখে সেখানেই সংক্ষিপ্ত পথসভা করেন বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এছাড়া সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম, মেহেদি আলীম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, শহর বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসগর আলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, তাঁতী দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, যুবদল নেতা টিটন, মাসুদ তালুকদার, শ্রমিকদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, আ. হালিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাহীন তালুকদার, জেলা জাসাসের আহবায়ক বজলুর রহমান প্রমুখ  এ পথসভায় উপস্থিত ছিলেন।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930