বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন । আগামীকাল সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার সভাপতিত্বে আজকের সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। আগামী দিনের পথচলা ও নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে কর্মপদ্ধতি নিয়ে জোটের শীর্ষ নেতা বিস্তারিত আলোচনা করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার গতিপ্রকৃতি এবং আগামীদিনের করণীয় নিয়েও আলোচনা হবে। তবে বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন।
সূত্র জানায়, আজকের বৈঠকেই মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে জোটের শরিকদের মতামত নেবেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে প্রার্থী চূড়ান্তও করা হতে পারে। এছাড়া বৈঠকে ডিএনসিসি উপনির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য ১৮টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে সমর্থন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বর মাসে জোট নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
