হাইকোর্ট রাষ্ট্রয়াত্ত্ব সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন । একই সঙ্গে নিয়োগ পরীক্ষা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী শুক্রবার ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে সমন্বিতভাবে এসব ব্যাংকের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে ২৮জন পরীক্ষার্থী ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে রিট করেন। রিটের শুনানি শেষে বিচারপতিরা এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রাশিদুল হক খোকন।
