বাংলাদেশ দলের বোলিং কোচ ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ছিলেন । পরে জিম্বাবুয়ের বোলিং কোচ হন তিনি। এরপর বোলিং কোচ থেকে দলের হেড কোচ হয়ে যান সাবেক ফাস্ট বোলার হিথ স্ট্রিক। চিরচেনা ঢাকাতে এসেছেন সাবেক শিষ্যদের প্রতিপক্ষ হয়ে।
বাংলাদেশের খেলোয়াড় থেকে শুরু করে মাঠ, কন্ডিশন, সবই তার জানা। বিপিএলে এবার চার জন ক্রিকেটার খেলে গেছেন। সব মিলে ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে দার দলের জন্য বেশ ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন স্ট্রিক।
দুপুরে প্রাকটিসে নামার আগে সাংবাদিকদের তিনি বলেন,‘ আমি মনে করি, পুরো সিরিজ জুড়েই আমাদের চ্যালেঞ্জ থাকবে। আমরা যেমন এখানকার প্লেয়ারদের ও কন্ডিশন জানি তেমনি হাথুরুও জানেন। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বেশ কয়েকজন প্লেয়ার এখানে বিপিএল খেলেছেন। এতে করে টেকনিক্যাল বিষয় সমূহ ও মাঠের পরিকল্পনা ভালভাবে করার একটি সুযোগ পাওয়া যাবে। আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে।’
আবারও ঢাকায় আসতে পেরে খুশি স্ট্রিক।বললেন,‘ খুব বেশি দিন হয়নি আমি এখানে ২ বছর কাটিয়ে গেছি। এখানে আসতে পেরে ভালো লাগছে। নিজের বাড়িরে বাইরে আরেকটা বাড়িতে যেন পা রেখেছি। সত্যি কথা বলতে কী, নিজের বাড়ির মতো মনে হচ্ছে।’
