চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি (জাপা) চট্টগ্রাম মহানগর শাখার নেতৃত্বের ভার আবার সোলায়মান আলম শেঠের হাতে তুলে দিয়েছেন ।
বেসিক ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলার পর নেতৃত্ব থেকে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবীন মোরশেদকে সরিয়ে দিয়েছেন তিনি।
তবে এ কাজে কলকাঠি নেড়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। তিনি আত্মসাৎ নয়, সাংগঠনিক ব্যর্থতার কারনে মাহজাবিন মোরশেদকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
তিনি বলেন, ২০১৫ সালের ১০ই সেপ্টেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের মাধ্যমে মাহজাবীন মোরশেদকে সভাপতি ও এয়াকুব হোসেনকে সাধারণ স¤পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পরে ২০১৬ সালের ২১শে মার্চ এ কমিটি ১০১ সদস্যের পূর্ণাঙ্গ রূপ পায়। তাদের এ কমিটির মেয়াদ ছিল দুই বছর।
সম্মেলন করতে ব্যর্থতার অভিযোগে মাহজাবীন মোরশেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাহজাবীনের নেতৃত্বাধীন কমিটি দুই বছরের জন্য গঠন করা হয়েছিল। যা গত বছর মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। কিন্তু তিনি এতোদিন পরবর্তী নতুন কমিটি গঠনে সম্মেলনের আয়োজন করতে পারেননি। যে কারণে তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
