যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও বাসের চালক-হেলপারসহ তিন ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রামে । আটককৃতরা হলেন- বাসের চালক চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার মিন্টু মিয়া (৩৭), হেলপার পটিয়া এলাকার পলাশ (২২) ও ইয়াবা বহনকারী সীতাকুন্ডের পশ্চিম লালানগর গ্রামের বিশ্বনাথ চন্দ্র রায়ের পুত্র ডালিম চন্দ্র রায় (৩৮)। আজ রোববার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. শাখাওয়াত হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকার হোটেল হাইওয়ে ইন-এর সামনে দাঁড়ানো ঢাকাগামী যাত্রীবাহী বাসে (ঢাকামেট্রো-ব-১৫-০৭৩২) শনিবার গভীর রাতে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাসের চালক মিন্টু, হেলপার পলাশ ও ইয়াবা বহনকারী ডালিম চন্দ্র রায়কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
