বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে । আজ কানাডাকে ৬৬ রানের ব্যবধানে হারায় তারা। এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় কুড়ালো বংলাদেশের যুবারা। এর আগে শনিবার নামিবিয়াকে ৮৭ রানে হারায় যুব টাইগাররা। বাংলাদেশের দেয়া ২৬৮ রানের জবাবে ব্যাট হাতে তিন বল বাকি থাকতে ১৯৮ রানে অলআউট হয় কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক আসলান খান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন আফিফ হোসেন। এছাড়া হাসান মাহমুদ নেন দুই উইকেট। ম্যাচ সেরা হন অলরাউন্ডার আফিফ হোসেন। নিউজিল্যান্ডের লিংকনে টস হেরে ব্যাট হাতে দলীয় ১ রানের মাথায় ওপেনার পিনাক ঘোষের উইকেট হারায় বাংলাদেশ। পরে দলীয় ২৯ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক সাইফ হাসানকে হারায় ইয়ং টাইগাররা। সাইফ ১৭ রান করে আউট হন। পরে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি ও আফিফ হোসেনের ফিফটিতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। কানাডার হয়ে বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট নেন ফয়সাল জামখান্দি।
