আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ।আজ সোমবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের সাক্ষাৎকার নেয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আতিকুল ইসলামকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, অনেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অনেক প্রতিযোগিতার মাঝে আমরা আতিকুল ইসলামকে বেছে নিয়েছি। ঢাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে ১৮ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন এমনটা আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল।ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা আতিকুল ইসলাম পোশাক শিল্প ছাড়া আরও অনেক ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার।
উল্লেখ্য, গত বছরের ৩০শে নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। পরে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। ডিএনসিসিতে উপনির্বাচনের জন্য গত ৯ই জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উপনির্বাচন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031