পুলিশ কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে এক হিন্দু দম্পতি ও তাদের দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সুমন চৌধুরী, তার স্ত্রী বেবী চৌধুরী ও তাদের মেয়ে অর্পিতা চৌধুরী এবং জ্যোতিকা চৌধুরী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়া জানান, স্থানীয়দের পাওয়া খবরে সন্ধ্যা ৭টার দিকে বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসার দরজা ভেঙে লাশগুলো উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
পুলিশ সুপার ড. এ এক এম ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে লাশগুলোর ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হচ্ছে।
