নারায়াণঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী নগরভবনে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন । আজ বিকাল তিনটার দিকে অসুস্থ হয়ে পড়লে একজন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়ে দেন। বিকাল পাঁচটার পর তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়। হাসপাতালে মেয়র আইভীর ছোট বোনের স্বামী আবদুল কাদির মানবজমিনকে বলেন, হাসপাতালে আনার সময় তিনি অচেতন ছিলেন। এজন্য সিসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর তার জ্ঞান ফেরে।
তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেয়র আইভীর বরাত দিয়ে তিনি বলেন, তিনি সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন।
