আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ল্যাবএইডে চিকিৎসাধীন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন । আজ শুক্রবার সকাল ১০টায় তিনি আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পরে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে আসার পথে সাংবাদিকদের ওবায়দুল কাদের আইভীর শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘অ্যাপারেন্টলি লুকস গুড। আমি নিজে তার সাথে কথা বলেছি। ব্যথা পেয়ে পড়ে গিয়েছিলেন এ খবরটা সত্য না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন।’ ওবায়দুল কাদের আরো বলেন, ‘আইভী পায়ে ইটের একটি আঘাত পেয়েছিলেন, সেটা আমাকে দেখিয়েছেন।

ডাক্তার বরেণ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আইভীকে কমপক্ষে চার-পাঁচ দিন হাসপাতালে রাখতে হবে।’
উল্লেখ্য, নারায়নগঞ্জে হকার উচ্ছেদ অভিযান কেন্দ্র করে মঙ্গলবার সাংসদ শামীম ওসমান সমর্থক ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আইভিসহ আহত হন অর্ধশতাধিক। আহতদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়।
ল্যাবএইডে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে আইভীর চিকিৎসা চলছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031