দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে সাভারের আশুলিয়ায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় । এ ঘটনায় রাসেল দেওয়ান (৩৬) নামে আরও এক ভূয়া পুলিশকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করে জনতা।
বরখাস্তকৃত দুই পুলিশ সদস্যরা হলেন- আশুলিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক নান্টু কৃষ্ণ মজুমদার ও মোঃ রওশন আলী। ভুক্তভোগী মুক্তার হোসেন সবুজ গাজীপুর জেলার জয়দেবপুর থানার পানিশাইল এলাকায় অবস্থিত বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড কারখানায় অপারেটর হিসেব কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় সাধারন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় তিন পুলিশকে আটক করে জনতা।
এসময় বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে নিয়ে আসে।
পরে চাঁদাবাজির বিষয়টি প্রমানিত হলে আশুলিয়া থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে বরখাস্ত করে ঢাকার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়া তাদের সহযোগী ভূয়া পুলিশ পরিচয়দানকারী রাসেলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোক্তার হোসেন সবুজ।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গার্মেন্টস কর্মী মোক্তার হোসেন আশুলিয়ার জিরানী বাজার এলাকায় বাজার করতে আসলে রাসেল দেওয়ানসহ অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি তাকে একটি গলির ভেতর নিয়ে যায়। পরে তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন অন্যথায় তাকে ডিবি কার্যালয়ে নিয়ে পিটাইয়া হাত-পা ভেঙ্গে দিবে ইয়াবা ট্যাবলেট দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। এরপর বাসায় ফোন করে টাকার ব্যবস্থা করতে রাজি না হওয়ায় মোক্তার হোসেনকে মারধর করে গাড়িতে তুলে নেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ প্রমানিত হওয়ায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এছাড়া তাদের সহযোগী ভূয়া পুলিশ সদস্য রাসেলকে আটক করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘ্যদিন ধরে একসাথে দলগতভাবে সাধারন মানুষকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছিলো বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ভূয়া পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ডে আনা হয়েছে।
