২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে আসছেন। এদিন বিকালে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সেদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুরে তিনি রাজশাহী সফরে যাওয়ার সম্মতি দিয়েছেন। সফরসূচি অনুযায়ী, বিকালে প্রধানমন্ত্রী যোগ দেবেন জনসভায়। এই জনসভা সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ডাবলু সরকার জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বুধবার রাতে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার সকালে তারা জনসভার জন্য নির্ধারিত মাঠ পরিদর্শন করেছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর পঞ্চম সফর এটি।

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজশাহী সফরে এসেছিলেন তিনি। এছাড়া ২০১১ সালের ২৪ নভেম্বর রাজশাহীর মাদ্রাসা ময়দানে, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বাগমারায় এবং ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি চারঘাটে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031