বরকল উপজেলা কাপ্তাই হ্রদের নৌ পথে স্টাফ বোট নামধারী অবৈধ যাত্রীবাহী নৌ-যান চলাচল বন্ধ করা না হলে ৩০ জানুয়ারি থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্য সকল পরিবহনে ধর্মঘট করবে জেলা সড়ক ও নৌ-পরিবহন মালিক শ্রমিক সমিতিরাঙামাটি জেলার ।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম।
তিনি অভিযোগ করেন, অফিস স্টাফ পরিবহনের নামে প্রতিদিন শহরের বনরূপার সমতা ঘাট থেকে ও বরকল ঘাট থেকে অবৈধ বোট চলাচল করছে। এসব বোটগুলো সমিতির লঞ্চগুলোর আগে ছেড়ে আসার কারণে যাত্রীরা সেগুলোতেই চলাচল করছে। আর লঞ্চ মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাঙামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ট্রাক মালিক সমিতির জহির আহমদ সওদাগর, সিএনজি মালিক সমিতির সভাপতি অলি আহমদ, লঞ্চ মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মনসুর আহমদ, টেম্পু মালিক সমিতির সভাপতি সোলায়মান, রিজার্ভ বাজার টেম্পু মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক নিজামুল হক।
