খালেদা জিয়ার রায় কী হবে সেটা আদালত জানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। কিন্তু কী রায় হবে সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন। এর মানে তারা আদালতকে অবমাননা করেছেন এবং করছেন। বিষয়টি আদালতের নজরে নেয়া উচিৎ। তিনি বলেন বেগম খালেদা জিয়ার মামলায় আদালতের রায়কে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার নয়, জনগণই তা প্রতিহত করবে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের গোগনগরের কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষা সেতুর প্রথম পিলারের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সেতু মন্ত্রী সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের গোগনগর ও কাশিপুর ক্ষতিগ্রস্ত দুইটি পুন:নির্মিত সেতুর উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে ইলেকশনে না গিয়ে আবারো বিনা প্রতিদ্বন্দিতার ফাঁদ তৈরী করবে। এটা যদি তারা ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না। এবারের নির্বাচনে অনেকগুলো দল অংশগ্রহন করবে।
সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের নাশকতা পরিকল্পনা মোকাবেলায় সরকারের প্রয়োজন হবে না, জনগণই যথেষ্ট। আমরা কাজ করতে চাই। কাজের চেয়ে প্রচার বেশি করতে চাই না। কাজ করলে মানুষ দেখবে এবং কাজ দেখেই মানুষ বলবে শেখ হাসিনার সরকার কাজ করেছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসসান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, জেলা শাসক মো. রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জেবিন বিনতে শেখ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031