বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন সংসদ সদস্যদের সম্মান রক্ষার্থেই ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ করা হয়েছে বলে জানিয়েছেন আপনারা (সাংবাদিকরা) গণমাধ্যমে যেভাবে বিভিন্ন সংসদ সদস্যের বিরুদ্ধে রিপোর্ট করেন, তাতে তাদের মান-ইজ্জত থাকে না। তাদের সম্মান ক্ষুণœ হয়। তারা তো জনপ্রতিনিধি। তাই এগুলো ঠেকাতেই এ আইন করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, গণমাধ্যমে সংসদ সদস্যদের বিরুদ্ধে রিপোর্ট বন্ধ করতে এ আইন করা হলেও আমার বিশ্বাস আপনাদের (সাংবাদিক) ঠেকানো যাবে না।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ চিন্তা ভাবনা করেই করা হয়েছে।
অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এ আইন করা হয়েছে। আগের আইসিটি অ্যাক্টটি বিএনপির সময়ে করা ছিল। যেখানে অনেক বিষয় অস্পষ্ট ছিল। নতুন আইনে বিষয়গুলো আরও স্পষ্ট করা হয়েছে।
এসময় আসন্ন জাতীয় নির্বাচনের বিএনপির অংশ গ্রহণ নিয়েও কথা বলেন মন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে। তাদের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপের কোনো অবকাশ নেই।
তিনি বলেন, এর আগে ২০১৪ সালে আমরা সংলাপ চেয়েছিলাম, কিন্তু বিএনপি আসেনি। এখন তারা সংলাপ চায়, কিন্তু আওয়ামী লীগ তা চায় না।
তোফায়েল আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। বিশ্বের দেশে দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।
