ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন । আজ বুধবার জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
সিদ্ধেশ্বরী বালক বিদ্যালয়ে ডিএসসিসির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণের মেয়র নাগরিকদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন।
খালেদা জিয়ার রায়ের প্রসঙ্গে সাইদ খোকন বলেন, খালেদা জিয়া অপরাধী হলে আদালত তাকে শাস্তি দেবেন। কিন্তু এই রায় নিয়ে কোনো গায়ে আঁচড় লাগলে কাউকে ছাড় দেয়া হবে না। তাদের দমনে করনীয় সবকিছুই করা হবে।

মেয়র হসেবে জনগনের নিরাপত্তা নিশ্চিত তার দায়িত্ব বলে তিনি আরো বলেন, ৮ই ফেব্রুয়ারি কোনো অঘটন ঘটলে জনগনকে সঙ্গে নিয়ে তাদের ঘরে পৌঁছে যাবো। বিনা চ্যালেঞ্জে তাদের ছেড়ে দেয়া হবে না বলেও জানান তিনি।
কাউন্সিলর মুন্সী কামরুজ্জামানের সভাপতিত্বে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031