বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন । আজ সোমবার সন্ধ্যায় মাজার দুইটি জিয়ারত করেন তিনি। সেখানে তিনি কিছু সময় অবস্থান করে কোরআন তেলাওয়াত ও দোয়া দরুদ পড়ে দুহাত তুলে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। এ সময় দরগা দুটি ঘিরে ছিল লোকে লোকারণ্য। এর আগে খালেদা জিয়া বিকাল সাড়ে ৫টায় সিলেট সার্কিট হাউস থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হন। সিলেট সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, ডা. জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031