জন্মদিনের পার্টিতে ডেকে এক নারীকে ধর্ষণের অভিযেগে গ্রেপ্তার দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে বনানীতে আবারো। আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানির জন্য ৭ই ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গ্রেপ্তারকৃতরা হলেন রাজীব আহম্মদ (২৮) ও রুবেল হোসেন (২৭)।
মামলায় উল্লেখ করা হয়, মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে রাজীবের পরিচয়। এর সূত্র ধরে গত শনিবার রাতে ওই নারীকে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি গেস্ট হাউসে আমন্ত্রণ জানান রাজীব।
ওই নারী রাত সাড়ে আটটার দিকে গেস্ট হাউসে আসেন। সেখানে রাজীবের সঙ্গে তার বন্ধু জয়ও ছিলেন। তারা রাতভর সেখানে আটকে রেখে ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। সেখান থেকে ছাড়া পেয়ে গতকাল রোববার রাতে মামলা করেন ওই নারী। এর আগে গত বছর জন্মদিনের পার্টির কথা বলে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
