রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রস্তুতি নেই। প্রয়োজনও নেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন। কেননা বিশৃঙ্খলা করলে পুলিশ মাঠে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করবে এবং জানমালের নিরাপত্তা বিধান করবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, আমরা রাজনীতি করি।
আমাদের হিসাব-নিকাশ করে কথা বলতে হয়। ৮ তারিখ কী রায় হবে এটা কেউ জানে না। রায়ে খালেদা জিয়া খালাসও পেতে পারেন বা অন্য কিছুও হতে পারে। রায়কে কেন্দ্র করে আমাদের টেনশন বা দুশ্চিন্তা নেই। আমার বিশ্বাস যাই হোক বিএনপি তা নিয়ে নেতিবাচক রাজনীতি করবে না। বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তারের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, তারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। প্রিজনভ্যান থেকে কর্মীদের ছিনিয়ে নিয়েছে। পুলিশকে মারধর করেছে। বন্দুক ভেঙেছে। পুলিশ নিয়মতান্ত্রিক অভিযান চালাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করছে।
