আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বকশী বাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতে নিরাপত্তা জোরদার করেছে । সিসি ক্যামরা লাগানো হচ্ছে। সন্দেহবাজনদের তল্লাশী করা হচ্ছে। আজ বুধবার সকাল থেকে এ পর্যন্ত এই এলাকা থেকে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আগামীকাল এ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। যার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছেন।
একই সঙ্গে এই নিরাপত্তা ব্যবস্থায় নেতৃত্ব দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নও (র্যাব)। র্যাবের পক্ষ থেকে নেতৃত্ব দেয়া এএসপি মাসুদ রানা মানবজমিনকে জানান, আগামীকাল খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশেষ এই নিরাপত্ত ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরণের পরিস্থিতি তারা কঠোরভাবে মোকাবিলা করবেন বলেও জানান এ র্যাব কর্মকর্তা । এ বিষয়ে আলীয়া মাদরাসার সামনে দায়িত্বরত চকবাজার থানার পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন, রায়কে কেন্দ্র করে বাড়তি সর্তকতা নেয়া হয়েছে। যাদের আটক করা হয়েছে তারা বিএনপির লিস্টেট নেতাকর্মী। এছাড়া আগামীকাল আশপাশের দোকানপাট বন্ধ থাকবে বলে জানান তিনি।
