খালেদা জিয়ার রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। রায় নিয়ে অপরাজনীতি করছে বিএনপি। আজ বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি খালেদা জিয়ার দুর্নীতি মামলা সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন। এর আগে বিকাল ৫টায় গুলশানস্থ বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
প্রসঙ্গত, আগামীকাল বকশীবাজারের আলীয়া মাদরাসায় স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এই রায় ঘিরে সারাদেশে উত্তেজনা বিরাজ করছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
