বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশংকায় দেশের বেশ কয়েক জায়গায় নেতাকর্মীদের আটক করা হয়েছে।  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এ সময় আটক করা হয় তিনজনকে।
এছাড়া ঢাকার কেরানীগঞ্জে মডেল উপজেলা ও উপজেলা দক্ষিন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

বিকেল ৪টায় কালিন্দী ইউনিয়নের বড়িশুর, মুসলিমাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
মুন্সীগঞ্জে বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা কর্মীরা শ্রীনগর সরকারি কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।
এছাড়া নওগাঁ শহরের কাচারি সমজিদ থেকে নওগাঁ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে পুলিশি বাঁধায় মিছিলটি এগোতে না পেরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় টাঙ্গাইলের নাগরপুরের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে অপ্রীতিকর ঘটনার আশংকায় জলা বিএনপি যুগ্ন-আহবায়ক ও নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপিকে আটক করে পুলিশ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকাল ১০টার দিকে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার চিরিঙ্গা পৌর শহর হয়ে জনতা মার্কেটে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। তবে পুলিশি বাধায় সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।
সুনামগঞ্জে বেলা সোয়া ১১টায় শহরের পুরাতন বাসস্টেশনের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কামারখালি ব্রীজ এলাকায় এলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা সেখানে সমাবেশ করেন।
বরগুনায় বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টার সময় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও পুলিশি বাধার কারনে পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জয়পুরহাটে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়ে মিছিল প- হয়ে যায়।
লালমনিরহাট জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বড়বাড়ী বিএনপি অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বড়বাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি জুম্মার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে।
মৌলভীবাজার জেলা বিএনপি দুপুরে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের শমসের নগর বাসট্যান্ড এলাকা থেকে মিছিল শুরু হয়ে চৌমোহনায় এসে শেষ হয়। এছাড়া মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিলে পুলিশি বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া উপজেলা কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে উপজেলা বিএনপি আরেকটি বিক্ষোভ মিছিল বের করে।
বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে ময়মনসিংহে আজ বিক্ষোভ-মিছিল করে জেলা বিএনপি। শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নওমহল এলাকায় যাওয়ার সময় পেছন থেকে মিছিলকারীদের ধাওয়া করে পুলিশ। এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। পরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি ৯ জন নেতাকর্মীক আটক করে পুলিশ।
রংপুরের বদরগঞ্জে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করার সময় দুই নেতাকে আটক করে পুলিশ। অপর একটি মিছিল থেকে আরো দু’জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। তবে বাধা সত্ত্বেও পুলিশি বেষ্টুনির মধ্যে দলটির নেতাকর্মীরা রাস্তায় দাড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

দিনাজপুরে পুলিশের বাঁধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। দুপুরে মিছিল প্রস্তুতিকালে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বিকেল ৩টার দিকে জেলা বিএনপির কয়েকজন নেতার নেতৃত্বে শতাধিক নেতাকর্মীসহ বিক্ষোভ মিছিল করে যশোর জেলা বিএনপি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031