প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন। চট্টগ্রামকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে তাঁদের দেশপ্রেমই সবচেয়ে বেশি প্রয়োজন। মনে রাখতে হবে– শুধু বিত্তশালী হলেই আগামী প্রজন্ম রাখবে না, মনে রাখবে দেশ ও জাতির জন্য যারা কাজ করেছেন তাদের। গতকাল শনিবার আন্দরকিল্লাস্থ নগর ভবন কে বি আবদুস সাত্তার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত আইবি চট্টগ্রাম কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান, সম্মানি সম্পাদক, ভাইস চেয়ারম্যান একাডেমিক, ভাইস চেয়ারম্যান এডমিন, নির্বাহী ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, মেম্বার কাউন্সিলর এর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিটি মেয়র বলেন, আমি বিপ্লবতীর্থ, বীর প্রসবনী চট্টগ্রামের মাটি ও মানুষের ভালোবাসায় একজন নির্বাচিত জনপ্রতিনিধি, চট্টগ্রামের উন্নয়নে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা চাই। আশা করি– যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা নিজেদের স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতির ঊর্ধ্বে থেকে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন। বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী এবং বিচারিক রায়ে সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি হয়েছেন। সুতরাং দুর্নীতি করলে দলের হোক বা বাইরের হোক কেউ–ই রেহাই পাবেন না। সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী রফিকুল আলম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি চেতনায় নতুন প্রজন্মকে জাগ্রত করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন–ভিশনকে বাস্তবায়িত করতে পারে। তবে এর আগে চট্টগ্রামের উন্নয়ন ও সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে আমাদেরকে জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান করতে হবে। নবনির্বাচিত সম্মানিত সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলেন, একজন প্রকৌশলীর মূল চেতনা হলো দেশকে এগিয়ে নেয়া। তাঁর চিন্তা–চেতনায় সমাজপ্রগতির ভাবনা থাকতে হবে। এই ভাবনাকে ধারণ করে বাংলাদেশকে শেখ হাসিনার আরাধ্য উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমরা নিবেদিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি। সংবর্ধিত নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ রেকর্ড করেছে। স্বীকার করি সরবরাহ ব্যবস্থা ও কারিগরি ক্ষেত্রে কিছু ত্রুটি আছে। এগুলো দূর করতে হবে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অনুপ বিশ্বাস। সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এইচ এম সোহেল, জহুরুল আলম জসিম, সংবর্ধিত অতিথি নবনির্বাচিত নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়ুয়া, নবনির্বাচিত মেম্বার কাউন্সিলর, চসিকের নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার দাশ, আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, সংস্কৃতি কর্মী শওকত আলী সেলিম, নজরুল মোস্তাফিজ, সুজিত চৌধুরী মিন্টু, দিলীপ সেন গুপ্তা, কবি সজল দাশ, নারী নেত্রী সৈয়দা শাহানারা বেগম, সোমিয়া সালাম, ফেরদৌসী বেগম শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031