এবার ইলেকট্রিক গাড়ি বাজারে আনছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোরশে এবং অডি একজোট হয়েছে । প্রতিষ্ঠান দুইটি জানিয়েছে, গ্রাহকদের জ্বালানি খরচ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
জার্মানির সংবাদ সংস্থা গুলো জানিয়েছে, পোরশে এবং অডির এই ইলেকট্রিক কার বাজারে আসবে ২০২৫ সালের মধ্যে।
এ নিয়ে অডিও সিইও রুপার্ট স্টেডলার বলেন, ‘২০২৫ সালের মধ্যে আমরা(অডিও ও পোরশে) গ্রাহকদের জন্য ইলেকট্রিক কার আনছি। আমাদের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের জ্বালানি খরচ কমানো।’
অন্যদিকে পোরশের সিইও অলিভার ব্লম বলেন, ‘ইলেকট্রিক গাড়িতে জ্বালানি সাশ্রয় হবে শতকরা ৩০ ভাগ।’
অলিভার ব্লম জানান, ইতোমধ্যে পোরশে ৩০০ ডেভেলপার এবং অডি ৫৫০ জন ডেভেলপার নিয়োগ দিয়েছেন। যারা ইলেকট্রিক গাড়ির জন্য কাজ করবেন।
অডির সিইও রুপার্ট স্টেডলা জানিয়েছে, প্রতিষ্ঠানটি শুরুতে দুইটি মডেলের সেডান কার এবং ইলেকট্রিক স্পোর্টস কার বাজারে আনবে।
