পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন চট্টগ্রামে । আহত হয়েছেন আরো দুজন।
জেলার আনোয়ারা ও হাটহাজারী উপজেলায় মঙ্গলবার রাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার রঘুনাথপুরের মো. মহিউদ্দিন ও চট্টগ্রামের রাউজান উপজেলার প্রবাল দাশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির অতিরিক্ত উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়া মাজার গেইট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন পড়ে যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিউদ্দিনের সঙ্গে মোটরসাইকেলের যাত্রী রবিউল ইসলাম ও তারেক নামে আরো দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
হাটহাজারী নজু মিয়া হাট এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রবাল দাশ। স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে অতিরিক্ত উপ-পরিদর্শক আলাউদ্দিন জানান।
