দুর্বৃত্তের আগুনে সামাজিক বনায়নের আওতাধীন একশত একর বন পুড়ে ছাই হয়ে গেছে টেকনাফে । টেকনাফ উপজেলার পৌরসভা সংলগ্ন নুর আহমদ ঘোনা, নাইট্যংপাড়া ও বিজিবি সংলগ্ন পাহাড়সহ অন্তত ৪০ টি পয়েন্টে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ অগ্নিকা- ঘটে। কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি। আগুনে লাখ লাখ চারা গাছ, বন্য প্রাণীসহ বনায়নের শত শত উপকারভোগীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান, সহকারি কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ও রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে অবস্থান করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সামাজিক বনায়নের অংশিদার ও দমদমিয়া ন্যাচার পার্ক বন পাহারা দলের সদস্যরা চেষ্টা করছেন।
বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা।
টেকনাফ উপজেলা রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, হঠাৎ করে সকালের দিকে দুর্বৃত্তরা পাহাড়ের ৪০ টি পয়েন্টে আগুন দিয়েছে। এতে ২০১৫-১৬ সালে লাগানো সামাজিক বনায়নের ৭৫ একর ও ২৫ একর পশু খাদ্য বাগানসহ প্রাকৃতিকভাগে বেড়ে উঠা হাজার চারা গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বন্য পশু-পাখি ও উপকার ভোগীরা। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) প্রণয় চাকমা জানিয়েছেন, দুর্বৃত্তের দেয়া আগুনে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা গাছ পালা পুড়ে গেছে। পাশাপাশি পশু-পাখিদের আবাসস্থল ক্ষতিগ্রস্থ হয়েছে। যারা পাহাড়ে আগুন ধরিয়েছে তাদের খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
