পুলিশের বাধায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির অবস্থান কর্মসূচি ভেস্তে গেছে । আজ বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী শুরু করেন দলটির নেতাকর্মীরা। পৌনে বারোটার দিকে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৮ই ফেব্রুয়ারি বেগম জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এরপর থেকে বিএনপি চেয়ারপারসনকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে।
এর প্রতিবাদে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে দলটি। বেগম জিয়াকে কারাগারে পাঠানোর পর থেকে বিএনপি নিয়মিত বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031