নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিশেষ পিপি অ্যাডভোকেট তারেক আহমেদকে মাথায় আঘাত করা হয়েছে।আইনজীবী ভবনেই সন্ত্রাসী হামলার শিকার হলেন সিনিয়র আইনজীবী এডভোকেট তারেক আহমেদ। গুরুতর আহত এ আইনজীবীকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। হামলায় যারা ছিলেন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ প্রসঙ্গে চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, ‘বাথরুম ব্যবহার নিয়ে গণপূর্ত বিভাগে অবসরপ্রাপ্ত ক্লার্ক আবদুস সালামের সঙ্গে কয়েকদিন আগে আইনজীবী তারেক আহমেদের কথাকাটাকাটি হয়। এটা নিয়ে আইনজীবী সমিতিতে একটি অভিযোগ আসে। সমিতির পক্ষ থেকে এ সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে সমিতির কার্যালয়ে আমরা বসি। তিনি আরো বলেন, এ নিয়ে সুন্দর একটি সমাধানও হয়। কিন্তু সমিতির কার্যালয়ের বাইরে দুই সন্ত্রাসীকে আগে থেকেই জড়ো করে রাখেন আবদুস সালাম। এডভোকেট তারেক ঘটনার মীমাংসা হয়ে যাওয়ার পর উপরে উঠার জন্য সমিতি কার্যালয়ের লিফটে উঠতেই তার উপর হামলা চালায় আবদুস সালামসহ অন্যান্যরা। এতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। এ সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এডভোকেট তারেককে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে ফ্লোরে। তিনি বর্তমানে উল্লেখিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইনগত ব্যবস্থার বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যায্যভাবে আইনজীবী ভবনে আইনজীবীর উপর হামলা করে কোন সন্ত্রাসী পার পাবে না। এদিকে আইনজীবীর উপর হামলা ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
