সাভারে গুলি করে একটি প্রাইভেট কার থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বিকাল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রাইভেট কারটিতে সাভারের হেমায়েতপুরের নতুন পাড়া এলাকায় অবস্থিত হেভেন ফ্যাশনস লিমিটেডের পোশাক শ্রমিকদের বেতনের টাকা ছিল। হেভেন ফ্যাশনস কারখানার ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) রেজাউল করিম বলেন, রাজধানীর মিরপুর ১ নম্বরের ইসলামী ব্যাংক শাখা থেকে ২৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা তুলে একটি প্রাইভেটকারে করে কারখানায় যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গফুর, পরিচালক শওকত আলী ও ইসাহাক আলী। সাভারের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে একটি কালো মাইক্রোবাস তাদের প্রাইভেট কারের গতিরোধ করে। এরপর পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন এসে ফাঁকা গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙে ফেলে দুর্বৃত্তরা গাড়ির ভেতরে গুলি চালিয়ে ১২ লাখ ৫২ হাজার ৫০০ টাকার একটি ব্যাগ নিয়ে যায়। বাকি ১৩ লাখ টাকা অন্য ব্যাগে ছিল। গুলিতে পরিচালক শওকত আলী আহত হন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
