জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবর রহমানসহ শীর্ষ ১০ নেতাকে আটক করেছে পুলিশ রাজশাহীতে। আজ সোমবার সকাল ৯টার দিকে নগরীর হেতেমখাঁ ছোট মসজিদের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। ওই ভবনে তারা গোপন বৈঠক করছিলেন বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ।
আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবর রহমান, রাজশাহী মহানগর জামায়াতের আমীর অধ্যাপক ড. আবুল হাশেম, রাজশাহী মহানগর সেক্রেটারী সিদ্দিক হোসাইন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, রাজশাহী জেলা পূর্ব ও পশ্চিমের আমীর-সেক্রটারীসহ শীর্ষ ১০ নেতা রয়েছেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জামায়াতের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটিতে তল্লাশী করে জামায়াতের শীর্ষ ১০ নেতাকে আটক করা হয়। বর্তমানে তাদেরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
