অটোরিক্সাতের হাজার চট্টগ্রাম নগরীতে রেজিস্ট্রার্ড সিএনজি অটো রিক্সার সংখ্যা । মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ১৩ হাজার মিটারই সংযোজন করা হয়েছে সিএনজি অটোরিক্সাতে-এ তথ্য শুধুই কাগজে আর কলমে। বাস্তবতা হচ্ছে চট্টগ্রামে মিটারে  চলছেনা বেশির ভাগ সিএনজি অটোরিক্সা।

বিআরটিএ ও নগর ট্রাফিক পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যমতে যাত্রী হয়রানি কমাতে সরকার সিএনজি অটোরিক্সায় মিটার বাধ্যতামূলক করার পর চট্টগ্রামে ১০টি প্রতিষ্ঠানকে মিটার সংযোজনের অনুমোতি দেয় বিআরটিএ। এর মধ্যে রয়েছে, এসকে অটো ট্রেডার্স, ক্রীস্টাল এজেন্সি, অভিজাত ইন্টারনাশনাল, সবুজ শক্তি রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন ওয়ান (মীম এন্টারপ্রাইজ), হলি ট্রেড ইন্টার ন্যাশনাল, সপ্ত সিন্দু, ডিস্ট্রিবিউশন ওযান ( খাজা অটো ইলেক্ট্রনিক্স), ইনোভেটিভ মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন, মেসার্স জাফার্স ট্রেডিং।

এসকে অটো ট্রেডার্স সংযোজন করেছে প্রায় পাচ হাজার মিটার (নতুন মিটার ২ হাজার, পুরাতন ৩ হাজার), ক্রীস্টাল এজেন্সি ২ হাজার ,অভিজাত ইন্টারনাশনাল ১৫শ,সবুজ শক্তি রিচার্জ এন্ড ডেভেলপমেন্ট ২৫০, ডিস্ট্রিবিউশন ওয়ান (মীম এন্টারপ্রাইজ),হলি ট্রেড ইন্টার ন্যাশনাল ও সপ্ত সিন্দু ৮৮০, ডিস্ট্রিবিউশন ওযান ( খাজা অটো ইলেক্ট্রনিক্স) ৩৭০, ইনোভেটিভ মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন ১৫০০, মেসার্স জাফার্স ট্রেডিং ১৫০০।

তবে  বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শহীদুল্লার দাবি, মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান থেকে সাড়ে বারো হাজারের উপরে মিটার সংযোজন করা হলেও বিআরটিএ কর্তৃপক্ষ ৯৩৫০টি মিটার লাগানোর বিষয়ে নিশ্চিত হয়েছে।

নগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক একেএম শহিদুর রহমান জানান, দুইদিন আগেও বিআরটিএসহ সিএনজি অটোরিক্সার মালিকদের সাথে আমাদের বৈঠক হয়েছে। সিএনজি চালকরা যেনো মিটারে গাড়ি চালায় সে বিষয়ে সতর্ক থাকতে সিএনজি অটোরিক্সার মালিকদেকে নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকের বিষয়ে বিআরটিএ’র উপ পরিচালক মোহাম্মদ শহীদুল্লার বলেন,  “যাত্রী সচেতনতার জন্য এক সপ্তাহর মধ্যে পত্রিকার মাধ্যমে আমরা একটা নোটিশ জারী করবো।”

বিআরটিএ ও নগর ট্রাফিক বিভাগ সিএনজি অটো রিক্সার মিটার সংযোজনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বললেও ভিন্ন চিত্র নগরীর রাস্তাঘাটে। গত পহেলা ফেব্রুয়ারী থেকে নগরীতে সিএনজি অটোরিক্সা মিটারে চলা বাধ্যতামূলক হলেও তাতে তোয়াক্কা করছেনা  চালকরা। শুধু তাই নয় মিটার সংযোজনকারী প্রতিষ্ঠান থেকে শতভাগ অটোরিক্সাতে মিটার সংযোজনের দাবি করা হলেও মিটারই নেই নগরীতে চলাচলকারী বহু অটোরিক্সাতে।

উলেখ্য, সম্প্রতি চিটাগাং চেম্বার অব কর্মাসের অনুষ্ঠানে নগরীর একটি পাঁচ তারকা হোটেলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন ১ ফেব্রুয়ারি থেকে নগরীতে মিটার ছাড়া কোন সিএনজি চলাচল করতে পারবে না। মন্ত্রী গোষণা পরপর সিএনজি আটোরিকশার বিরুদ্ধে নগর ট্রাফিক পুলিশ ও বিআরটিএ ঢাকঢোল পিটিয়ে অভিযানে নামলেও কয়েকটি অভিযানের মধ্যে সীমিত রয়েছে সিএনজি অটোরিক্সা মিটার তদারককারী এই দুটি প্রতিষ্ঠান।

সরকারী নিদের্শনা থাকা সত্তেও  মিটার লাগানো হয়নি  কেন জানতে চাইলে  কথা বলতে আগ্রহী হয়নি  মিটার বিহীন অনেক অটোরিক্সা চালক।

তবে, অটোরিক্সা চালক রহিম উদ্দিন সিটিজি নিউজকে জানান,আগামী কয়েকদিনের মধ্যে গাড়িতে মিটার সংযোজন করা হবে। তিনি জানান যেসব প্রতিষ্ঠানকে মিটার সংযোজনের দায়িত্ব দেওয় হয়েছে সেখানে দীর্ঘ লাইন থাকার কারণে মিটার সময় না পেয়ে মিটার সংযোজন করা হয়নি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031