আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ২৮ ও ২৯ মার্চ আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ।
মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান এ নির্দেশ দেন।একইসঙ্গে ১৩ ও ১৪ মার্চ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।
বিচারক ড. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এর আগে ১৩ মার্চ জামিনে বের হলে আদালতে হাজির হতে আর আদেশ দিতে হবে না। আর জামিন না পেলে ১৩ তারিখে এ বিষয়ে আদেশ দেয়া হবে।
