কেবিন ক্রু নিহত নাবিলার দু’বছরের শিশু কন্যা ইনাইয়া ইসলামের খোঁজ পেয়েছে পুলিশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলার উড়োজাহাজের । রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নানার বাড়িতে রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন। তিনি জানান, খোঁজ পাওয়ার পর শিশুটির নানার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি উদ্ধার হওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে।

তিনি বলেন, বিষয়টি একটু জটিল। দু’পরিবারের টানাপোড়ন।

উল্লেখ্য, সোমবার ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়। এরপর উড়োজাহাজটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এরমধ্যে কমপক্ষে ৪৯ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন।

নিহতদের মধ্যে উড়োজাহাজটির ক্রু নাবিলা রয়েছেন। মেয়েকে বুয়ার কাছে রেখে ফ্লাইটে উঠেন নাবিলা। আদর করে নাবিলা মেয়েকে ডাকতেন ইয়া পাখি।

দুর্ঘটনায় নাবিলার মৃত্যুর খবরের পর তার (নাবিলা) বাসার গৃহকর্মী ও মেয়ে ইনাইয়া ইসলামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

নিহত নাবিলার চাচাতো বোনের জামাই সালাইউদ্দিন পরিবর্তন ডটকমকে জানান, তারা শুনেছেন নাবিলার মেয়ে তার নানীর বাড়িতে আছেন। কিন্তু বিষয়টি আমাদের জানালে তো নিশ্চিত হওয়া যায়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031