সেভিয়া ইউরোপ সেরা প্রতিযোগিতায় ইংলিশ প্রিমিয়ার লিগে ৬০ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে । মঙ্গলবার ইউনাইটেডদের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে জয় পায় সেভিয়া। ইংলিশদের মাঠে এবার প্রথম জয়ের স্বাদ পেলো তারা।
গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম সুযোগটি পায় ইউনাইটেড। আলেক্সিস কাছ থেকে পাওয়া বল বক্সে শট করেন মারোয়ানি ফেলাইনি। কিন্তু ঝাপিয়ে পড়ে ফেলানির শটে বাধা দেন সেভিয়া গোলরক্ষক রিকো। প্রথমার্ধে বল জালে পাঠানোর মত কোন সুযোগ দুই দলের মাঝে হয়ে উঠেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ আসে সেভিয়ার সামনে। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেনি মিডফিল্ডার কোররেয়া। তার ঠিক চার মিনিট পরে ইংলিশ মিডফিল্ডার জেসের কোনাকুনি শট আবারও ঠেকান রিকো।
৭২তম মিনিটে সেভিয়া কোচ লুইস মুরিয়েলের বদলি হিসেবে বেন ইয়েদেরকে মাঠে নামান। তার ঠিক চার মিনিটের মধ্যেই ম্যাচ চলে আসে স্প্যানিশ দলটির নিয়ন্ত্রনে।
৭৪তম মিনিটে ডি-বক্সে ডুকে জোরালো শটে গোল করেন বেন ইয়েদের। তারপরেই ইংলিশদের স্তব্ধ করে জয় সূচক গোলটি আবারও জালে পাঠান এই ফরাসি মিডফিল্ডার বেন ইয়েদের। পরে হ্যাট্রিকেরে সুযোগ আসলেও তবে তা কাজে লাগাতে পারেননি তিনি।
দিনের আরেক ম্যাচে ১-০ গোলে নিজ মাঠে রোমা হারিয়েছে শাখতার দোনেৎস্ককে। প্রথম লেগ ২-১ গোলে প্রতিপক্ষের মাঠে হেরে এলেও মঙ্গলবার ৫২ মিনিটের গোলে এডিন ডেকো রোমানদের নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে। ২-২ গোলের অগ্রগামিতায় অ্যাওয়ে গোলের পুরস্কার পেলো ইতালিয়ান জায়ান্টরা।
