দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ বা দলীয়করণ নীতিতে আমি বিশ্বাসী নই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন। নিজে দুর্নীতি করি না এবং কাউকে দুর্নীতি করার জন্য আশ্রয় প্রশ্রয় দিতে পারি না। সে কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নগরীর ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে ২০টি ভ্যান গাড়ি প্রদান করেণ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে মেয়র বলেন, নাগরিক সেবায় যারাই সহযোগিতায় এগিয়ে আসবে তাদের সকলকে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে স্বাগত জানাবে। এ শহর আমার, আপনার, সবার। শহরকে নিজের ঘরের মতই ভাবতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম নগরীকে পরিবেশ সম্মত বাসপোযোগী, আধুনিক ও বিশ্বমানের একটি নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে। তাঁর হাতকে শক্তিশালী করতে জনগণ আমাকে মেয়র পদে নির্বাচিত করেছেন। মেয়রের সেবাধর্মী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন মহল ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নের চাকাকে বাধাগ্রস্ত করতে চাইলে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। চট্টগ্রাম বন্দরনগরী ও বাণিজ্যিক নগরী। চট্টগ্রাম বন্দর দেশের ব্যবসা–বাণিজ্য এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি, নগরবাসী ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে। নগরীকে পরিবেশ বান্ধব বিশ্বমানের আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল প্রতিকূলতা ও ষড়যন্ত্র অতিক্রম করে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ভ্যানগাড়ি গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে সাধুবাদ জানিয়েছেন। পরে লায়ন্স ক্লাবের চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন মেয়র।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লায়ন্স জেলা গভর্নর লায়ন মঞ্জুরুল আলম মনজু বলেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল শুরু থেকেই মানবতার সেবায় কাজ করে আসছে। লায়ন্সের বিভিন্ন সেবা আরও যাতে আগামীতে প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিতে পারে সেই প্রচেষ্টা চলছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন শাহ আলম বাবুল, ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুল মালেক, প্রাক্তন জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এমএ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রফিক আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোসতাক হোসাইন, কেবিনেট সেক্রেটারি লায়ন জাফর উল্লাহ চৌধুরী, কেবিনেট ট্রেজারার জাহেদুল ইসলাম চৌধুরী, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন আদর্শ কুমার বড়ুয়া, লায়ন ড. ললিত কুমার দত্ত, লায়ন এস জোহা চৌধুরী এমজেএফ, লায়ন সুকান্ত ভট্টাচার্য্য, লায়ন এটিএম নুরুল ইসলাম, লায়ন ক্যাপ্টেন এম এস আই ভুঁইয়া, লায়ন আবু মোরশেদ, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন আবুল কাসেম, লায়ন মোহাম্মদ হুমায়ন কবির, লায়ন এমএম আশরাফুল আলম আরজু, লায়ন অ্যাডভোকেট এম নুরুল ইসলাম, লায়ন ড. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন আলাউদ্দিন চৌধুরী, লায়ন প্রকৌশলী চন্দন দাশ, লায়ন প্রকৌশলী এন আই ফরিদ। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

আজ ডিজি কল সেমিনার

লায়ন্স জেলা ৩১৫–বি৪ বাংলাদেশের উদ্যোগে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে ডিজি কল সেমিনার অনুষ্ঠিত হবে। জেলা গভর্নর লায়ন মনজুর আলম মঞ্জুর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিশু অধিকার বিশেষজ্ঞ আবদুল্লাহ আল মামুন। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান লায়ন শাহেদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031