সোহানা সাবা দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী । বরাবরই ফ্যাশন সচেতন তিনি। নিজেকে পরিপাটি রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। দর্শক ও  তার ভক্তরাও তাকে নতুন নতুন স্টাইলে দেখতে পছন্দ করেন। সাবার ভাষ্য, ছোটবেলা থেকে নিজেকে নতুনভাবে উপস্থান করতে পছন্দ করতাম। আমি নিজেকে কখনো রাখা-ঢাকা মনে করি না।

 সময়ের সঙ্গে আমাদেরও আধুনিক হতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের দিকে তাকালে বোঝা যায় তারা কত এগিয়ে। হয়তো অনেকে এটি নিয়ে সমালোচনা করে থাকেন। কিন্তু সমালোচনার ভয়ে নিজেকে আড়ালে রাখা যাবে না বলে আমি মনে করি। নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই গ্ল্যামারকন্যা। বর্তমানে অভিনয় শিল্পী হিসেবেই তিনি পরিচিত। ছোট পর্দা ও চলচ্চিত্র দু’মাধ্যমেই সুনাম অর্জন করেছেন এই অভিনেত্রী। একইসঙ্গে দু’পর্দায় কাজও করছেন। ছোট পর্দার জন্য সাবা এখন ‘মর্ধ্যবর্তিনী’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করছেন। এটি দীপ্ত টিভির জন্য নির্মাণ হচ্ছে রবীন্দ্রনাথের ‘মধ্যবর্তিনী’ গল্প অবলম্বনে। নির্মাণ করছেন রাজু খান। আগামী জুন মাসে সিরিয়ালটি প্রচারে আসবে বলে জানান সাবা। রবীন্দ্রনাথের গল্পে কাজ করে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এই ধারাবাহিকটি প্রসঙ্গে সাবা বলেন, আমি এর আগে দীপ্ত টিভির জন্য ‘খেলাঘর’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করেছি। সেটির জন্য সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি। বিশাল সেট তৈরি করে এই ধারাবাহিকটির কাজ করা হচ্ছে। সত্যি বলতে দীপ্ত টিভির কাজের কোয়ালিটি অন্য রকম। তারা একটি ভালো কাজের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। এদিকে তার অভিনীত ‘খেলাঘর’, ‘বৃহন্নলা, ও ‘চন্দ্রগ্রহণ’সহ বেশ কিছু চলচিত্র দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে। এগুলো বানিজ্যিক ছবির বাইরে বলেই মনে করেন এই পর্দাকন্যা। চলচ্চিত্রের দর্শকের কাছে নতুনভাবে নিজেকে উপস্থাপনের জন্য সাবা প্রথমবারের মতো ‘আব্বাস ওটু’ নামের একটি বানিজ্যিক ছবিতে কাজ করছেন। এটি নির্মাণ করছেন সাঈফ চন্দন। এটিতে তিনি জুটি বেঁধেছেন মডেল-অভিনেতা নিরবের সঙ্গে। বানিজ্যিক ছবিতে কাজ করা সাবার জন্য একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। সাবা আরো বলেন, আমি ইচ্ছে করেই এই চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালো লাগে। যে উদ্দ্যেশে চ্যালেঞ্জ নিয়েছি আাশা করছি সেটি পূরণ করতে পারবো। বাকিটা ছবি মুক্তির পর জানতে পারবো আমি কতটা সফল বা ব্যর্থ হয়েছি। দেশীয় চলচ্চিত্রের বাইরে ওপার বাংলার চলচ্চিত্রেও সাবা অভিনয় করছেন। সম্প্রতি সেখানে তিনি ‘এপার ওপার’ শীর্ষক একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তিকে। এটি নির্মাণ করছেন হরনাথ চক্রবতি। এই ছবি সর্ম্পকে সাবা জানান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে ছবিটি। এই ছবির প্রধান চরিত্রে তিনি অভিনয় করছেন। ওপার বাংলায় এটি সাবার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন তিনি।  অভিনয়ের বাইরে সাবা উপস্থাপকের খাতায়ও নাম লিখেছেন। গেলো ১লা ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রাইভেট রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ তে ‘‘সাবা’স কনফেশন বক্স’’ শিরোনামের একটি অনুষ্ঠান নিয়ে আসেন তিনি।  অনুষ্ঠানটি উপস্থাপনা করে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়াও পেয়েছেন। তবে এটি এখন বন্ধ আছে বলে জানান সাবা। অবশ্য আবারো ‘আড্ডা উইথ সাবা’ শিরোনামের আরেকটি অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বলে তিনি জানিয়েছেন।  চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। সাবা বলেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অনুষ্ঠানটি নিয়ে দর্শকের সামনে আসার ইচ্ছে ছিল। কিন্তু বিশেষ কারণে আসা হয়নি। খুব শিগগিরই এটি সম্পর্কে আমি বিস্তারিত জানাতো পারবো বলে আশা করছি।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031