“বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা” আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শুরু হয়েছে ।

আজ শুক্রবার বিকালে চরপাথরঘাটা সিডিএ মাঠে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ভূমিপ্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন কর্ণফুলী উপজেলা ক্রিকেট একাডেমির চেয়ারম্যান হারুন অর রশিদ পাটোয়ারি।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পরিষদের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন,কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ জামাল আহমেদ।

শিক্ষার্থীদের বিনোদনমূলক এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইসলাম আহমেদ, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, স্বেচ্চাসেবক লীগ নেতা শাহেদুর রহমান শাহেদ।

এছাড়াও সংগঠনের আহবায়ক বানাজা বেগম নিশি ও সদস্য সচিব সালা উদ্দিনসহ দলের সকল খোলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিপ্রতিমন্ত্রী বলেন, পুর্বে ফুটবল খেলা বেশ জনপ্রিয় ছিল কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনে ক্রিকেট জনপ্রিয় হয়েছে। ক্রিকেটের কারণে সারাবিশ্বে আজ বাংলাদেশের পরিচিতি বেড়েছে।
এমন কি তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধার স্বপক্ষের সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন হবে। এবং ক্রিকেটে একদিন বাংলাদেশের টাইগারেরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

একাডেমির পক্ষ থেকে খেলার মাঠ দাবি বিষয়ে তিনি জানান, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করবে। সুতরাং কর্ণফুলী উপজেলায় ও একটি মিনি স্টেডিয়াম তৈরি করা হবে। কর্ণফুলী ক্রিকেট একাডেমি( কেসিএ) তাদের দলীয় সংগীত (ও-পৃথিবী তোমায় স্বাগত জানাই) পরিবেশন করেন।

টুর্নামেন্টে মাঠে নৃত্য পরিবেশন করেন চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়। স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট একাডেমির চেয়ারম্যান। তিনি তার বক্তব্যে আকুতি ভরা কণ্ঠে প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান, একটি উপযোগী খেলার মাঠ ও ক্রীড়া সংস্থা গঠনের।

উদ্বোধনী দিনে সময় স্বল্পতার কারণে কোন ম্যাচ রাখেনি কতৃপক্ষ। তবে উক্ত ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয়, হাজি আলিম উদ্দিন স্কুল কলেজ, জুলধা শাহ আমির উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী মডেল স্কুল, আইয়ুব বিবি সিটি কর্পোঃ স্কুল এন্ড কলেজ, এজে চৌধুরী কৃষি বহুমুখী উচ্চ বিদ্যালয়, আছিয়া মোতালেব উচ্চ বিদ্যালয়, চরলক্ষ্যা গাউছিয়া মাদ্রাসা, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আজিম হাকিম স্কুল এন্ড কলেজ, কালারপোল হাজি ওমেরা মিয়া উচ্চ বিদ্যালয় রং বেরংয়ের প্লে কার্ড হাতে অংশগ্রহণ করেন।

পরিশেষে টুর্নামেন্ট আয়োজন কতৃপক্ষের সচিব সালা উদ্দিন ভূমিপ্রতিমন্ত্রীর হাতে একটি খোলাচিঠি হস্তান্তর করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031