নানা গুঞ্জন ব্রাজিল তারকা নেইমারের ভবিষ্যৎ নিয়ে চলছে । ধারণা করা হয়েছিলো যে যেকোন সময় রিয়াল ক্লাবে নাম লেখাতে পারেন এই তারকা। রিয়ালে যোগ দেবার বিষয়ে ইঙ্গিত দেন নেইমার নিজেও। তবে শেষ পর্যন্ত তা সত্যি হলে সান্তিয়াগো বের্নাবিউয়ে দারুণ জমবে রোনালদো-নেইমার জুটি।
রিয়াল মাদ্রিদের ক্লাবে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের জুটিতে টিম কম্বিনেশন দারুণ হবে বলে মনে করেন নেইমারের জাতীয় দলের সতীর্থ কাসেমিরো। তাছাড়া বিশ্ব ফুটবলের এই দুই সেরা তারকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলেও বিশ্বাস করেন তিনি।
পিএসজি তারকা নেইমারের বিষয়ে কাসেমিরো বলেন,‘রিয়াল মাদ্রিদের দরজা তার জন্য সবসমযয় খোলা। আমি মনে করি ফ্রান্সে সে সুখে আছে। তবে আমি আশা করি, সে এই মৌসুমে আসবে। সে অসাধারণ একজন খেলোয়াড়। বিশ্বের সেরা তিন জনের একজন। ক্রিস্তিয়ানোর সঙ্গে রিয়ালে তার দারুণ জমবে।’
গত অগাস্টে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিস ক্লাবে যোগ দেন নেইমার। কিন্তু কে জানতো এতা তাড়াতাড়িই পিএসজি ছাড়তে মরিয়া হয়ে উঠবেন তিনি। পিএসজিতে আসার পরেই নেইমার বুজতে পেরেছেন যে, বিশ্ব সেরাদের মধ্যে কেউ হতে হলে পিএসজি ছাড়তে হবে। কারণ সেরা হবার জন্য প্যারিস উপযুক্ত জায়গা নয়। তাই এই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এই তারকা। আর নিজেকে প্রমাণ করার সঠিক জায়গা হিসেবে যে তিনি রিয়ালকে বাঁছাই করেছেন সেটা প্রায় নিশ্চিত।
