বাংলাদেশি দর্শকরা শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে হামলার শিকার হয়েছেন। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দেশটির সমর্থকরা এই হামলা চালায়। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এমনকি হামলা থেকে বাঁচার জন্য পুলিশের মাঝে গিয়েও রেহাই পাননি বাংলাদেশী দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের আইকনিক সাপোর্টার শোয়েব আলী বুখারী বলছেন, ‘যেহেতু জায়গাটা নিরাপদ নয়, আমি পুলিশের মাঝখানে গেছি। পুলিশের মাঝে সেভ থাকবো।
উত্তেজনার শুরু যেভাবে
ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিলো ১২ রান। বোলার উদানার দ্বিতীয় বল নিয়ে উত্তেজনা শুরু হয়। পরপর দুই বল মোস্তাফিজুর রহমানের মাথার ওপর দিয়ে পাঠালেও আম্পায়ার নির্বিকার ছিলেন। নো বল ডাকেন নি। প্রতিবাদ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা শুরু হয়। মাঠেই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান খেলোয়াড়রা। উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুই দলের খেলোয়াড়দের মধ্যেও। পরে আবারও খেলা শুরু হয়। মাহমুদউল্লাহ তৃতীয় বলে চার ও চতুর্থ বলে দুই রান নিয়ে ব্যবধান কমিয়ে আনেন ৬ রানে। পরের বলে ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করেন। মাঠের এই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। শ্রীলঙ্কার দর্শকরা হামলা চালায় বাংলাদেশি দর্শকদের ওপর।
