আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে । কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। সিরিজে গতকালই শেষ হয়েছে লিগ পর্ব। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে প্রথম দল হিসাবে ফাইনালে উঠে ভারত। আর লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হিসাবে কথা বলেন দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। এ সময় তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
দিনেশ কার্তিক বলেন, ‘আমরা প্রথম সারির দল খেলি বা দ্বিতীয় সারির দল খেলি সবক্ষেত্রেই জয়ের প্রত্যাশা থাকে। আমরা যখন বাংলাদেশের বিপক্ষে খেলি এবং জয় পায় তখন বিষয়টা এমন যে, ওকে, তোমরা বাংলাদেশের বিপক্ষে জিতেছ। আর যখন হারি তখন বিষয়টা এমন যে, তোমরা বাংলাদেশের কাছে হেরেছ। তোমরা কী করো? আমি নিশ্চিত যে, এমনটিই হতে যাচ্ছে। রোহিত যেটি বলেছে যে, যদিও আমাদের দলে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় নেই, কিন্তু গত এক বছর আমরা যেমন ক্রিকেট খেলেছি এখানেও তেমনটি খেলতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ খুবই ভালো দল। তারা দৃঢ় প্রতিজ্ঞ। সত্যিই তারা কঠোর পরিশ্রমী। অসাধারণ রকমের চেষ্টা করে। তারা খুব বেশিদিন আগে টেস্ট মর্যাদা পায়নি। কিন্তু তারপর থেকে তারা তিন ফরম্যাটেই তারা ভালো ক্রিকেট খেলছে।’
