প্রতি বছরের উন্নয়ন কাজ সেই অর্থবছরেই শেষ করতে হবে, নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হলে তার দায় প্রকৌশলীদের নিতে হবেস্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেছেন। যে কোনো প্রকল্পের কাজের মান খারাপ হলে তার দায়ও প্রকৌশলীদের নিতে হবে। কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড়া দেয়া হবে না।
রবিবার ফরিদপুর অঞ্চলের চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ফরিদপুর শহরের একটি হোটেল মিলনায়তনের দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের পিডি (প্রজেক্ট ডিরেক্টর), নিবার্হী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জয়নাল আবেদিন, নূর মোহাম্মদ, খন্দকার আলী নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একে আজাদ, আব্দুর রশিদ, আব্দুস সালাম মণ্ডল, মতিয়ার রহমান, মো. লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
