বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছেন বলে অভিযোগ পাওয়া গেছেজমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার । জমির দাবি না ছাড়লে তাকে ক্রসফায়ারে মেরে ফেলারও হুমকী দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রবিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে কৃষক মতিউর রহমান তার ছোট ভাই পুলিশ কর্মকর্তা তছলেম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
কৃষক মতিউর জেলার পবা উপজেলার নওহাটা বাঘাটা গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। তার ভাই তছলেম উদ্দিন কিশোরগঞ্জ জেলার বাজেদপুর শহরবাড়ি থানার পুলিশ পরিদর্শক।
মতিউরের অভিযোগ, ২০১৭ সালে তার ১ দশমিক ৩৬ শতাংশ বসতবাড়ির জমি জোরপূর্বক দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন তছলেম উদ্দিন। এ সময় বাধা দিতে গেলে মতিউর ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়। পরে তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ের করেন তছলেম। এ ঘটনায় মতিউর পাল্টা মামলা করলে তছলেম পুলিশ দিয়ে নানাভাবে হয়রানি শুরু করেন। গত ১০ মার্চ মতিউরের ছেলে আতাউর রহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। জমির দাবি ছেড়ে দেয়া না হলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিচ্ছেন পুলিশ কর্মকর্তা তছলেম উদ্দিন। সংবাদ সম্মেলনে তছলেম উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে তছলেম উদ্দিনকে একাধিকবার মোবাইলে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।
