আপিল বিভাগ জিয়ার অরফানেজ ট্রাস্ট মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত করেছেন । একইসঙ্গে লিভ টু আপিল গ্রহণ করে আপিলের সারসংক্ষেপ জমা দিতে দুদক এবং রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আজ এ আদেশ দিয়েছেন।
এর আগে গতকাল খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিলের শুনানি হয়। এদিন, উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আদেশের জন্য সোমবার (আজ) দিন ধার্য করেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ ও খন্দকার মাহবুব হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। এ মামলার অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানা করা হয়। ২০শে ফেব্রুয়ারি সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদার আইনজীবীরা। ২২শে ফেব্রুয়ারি হাইকোর্ট আপিল গ্রহণ করে খালেদা জিয়াকে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করে জামিন শুনানির দিন (২৫শে ফেব্রুয়ারি) ধার্য করেন। একই সঙ্গে এ মামলার বিচারিক আদালতের নথি তলব করেন যা ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয় আদেশে। পরে ১১ই মার্চ বিচারিক আদালত থেকে হাইকোর্টে নথি আসে।
