ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ লাখ ভারতীয় জাল রুপিসহ জাল টাকা তৈরির সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে । রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ৩০ লাখ জাল ভারতীয় রুপি এবং জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হলেও আটকদের নামপরিচয় জানানো হয়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।
