1460785843-300x200বিশ্ব টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১ রানে হারের যন্ত্রণটা সহজে ভোলার নয়। সেই যন্ত্রণায় নতুন করে খোঁচা দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডে।
২৩ মার্চ হওয়া সেই ম্যাচের শেষ ওভারটি করা পাণ্ডে বলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম যে ছক্কা মারতে পারবেন না সেই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন।
স্পোর্টসকিডাকে দেয়া এক সাক্ষাতকারে হার্দিক বলেন, ধোনি আমাকে বলেছিল কোনো চাপ ছাড়া শেষ ওভারটি করতে। কারণ আমি জানতাম মুশফিকের আমার বলে ছক্কা মারতে পারবে না। সে চার মারতে পারে কিন্তু ছক্কা মারা তার ক্ষমতার বাইরে। সে যখন আমার বলে টানা দুই চার মেরে উদযাপন করছিল তখন আমি তাকে বলেছিলাম ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি। তাদের দুই রান দরকার ছিল অথচ রহিম ও মাহমুদুল্লাহ দুইজনই গৌরবজনক শট (ছক্কা) মেরে খেলা শেষ করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে আসে।
বাংলাদেশের ক্রিকেটারদের অনভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সংবেদনশীল ব্যাটসম্যান ম্যাচটি জিতে আসতে পারতো। কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা বিজয়ের হাত থেকে পরাজয় ছিনিয়ে নিয়ে গেছে।
Share Now
March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31