অ্যাকটিভার পঞ্চম প্রজন্মের ৫জি মডেল বাজারে এলো হোন্ডার সবচেয়ে জনপ্রিয় স্কুটার । ভারতের বাজারে গতবুধবার নতুন স্কুটার বাজারে এনেছে হোন্ডা। সংস্থার ওয়েবসাইটে নতুন স্কুটারের ছবি দেখে বিষয়টি জানাজানি হয়।

ভারতের স্কুটার বিক্রির নিরিখে সবার আগে হোন্ডা। আর হোন্ডার সব থেকে জনপ্রিয় মডেল এই অ্যাক্টিভা। বছরের পর বছর ভারতের বাজারে জনপ্রিয়তা ধরে রেখেছে এই স্কুটার।

ভারতের বাজারে অ্যাক্টিভা ৫জি-র দুটি ভেরিয়্যান্ট আনছে হোন্ডা। স্টান্ডার্ড ও ডিলাক্স ভেরিয়্যান্টে মিলবে এই স্কুটার। স্ট্যান্ডার্ড ভেরিয়্যান্টের এক্স শো রুম দাম ৫২,৪৬০ রুপি, ডিলাক্স ভেরিয়্যান্ট মিলবে ৫৪,৩২৫ রুপি, এক্স শো রুম দামে।

নতুন হোন্ডা অ্যাক্টিভা ৫জিতে রয়েছে এলইডি হেডলাইট ও পাইলট লাইট। সামনে রয়েছে ক্রোম ফিনিশ। ফাইবারের বদলে পুরোটাই ধাতব পাত দিয়ে তৈরি হয়েছে নতুন অ্যাক্টিভা। নতুন ডিজিটাল – অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে রয়েছে ‘সার্ভিস ডিউ’ অ্যালার্ম ও ইকো স্পিড ইন্ডিকেটর।

এছাড়া রয়েছে টিউবলেস টায়ার। নতুন স্কুটারে রয়েছে ১৮ লিটারের আন্ডার সিট স্টোরেজ। সামনে রয়েছে নতুন ধরেক হুক।

নতুন ২টি রঙে মিলবে হোন্ডা অ্যাক্টিভা ৫জি। এবার হলুদ ও লাল রঙে মিলবে এই স্কুটার। তবে ইঞ্জিনে তেমন রদবদল করেনি হোন্ডা। আগের মতই রয়েছে ১০৯ সিসির এয়ার কুলড ইঞ্জিন। যা থেকে মেলে ৮ হর্সপাওয়ার শক্তি ও ৯ নিউটরমিটার টর্ক।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031