আগামী নির্বাচনেও একইভাবে ছক্কা মেরে শেখ হাসিনা আওয়ামী লীগকে জেতাবেন শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা মেরে যেভাবে মাহমুদউল্লাহ জিতিয়েছেন।

এই পূর্বাভাস ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন নাসিম। সিলেটে শিক্ষাবিদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশ সফল করতে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না। তারা ক্ষমতায় আসলে এই বাংলাদেশ অন্ধকারে হয়ে যাবে।’

‘তবে শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহ যেমন ছয় হাকিয়ে জয়ের বন্দরে নিয়ে গেছেন বাংলাদেশকে. শেখ হাসিনাও আগামী নির্বাচনে লাস্টে ছয় মারবেন।’

নির্বাচনের নয় মাস বাকি আছে জানিয়ে নাসিম বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত জোট) ওই নির্বাচন ভণ্ডুল করতে চক্রান্ত করছে। বিএনপি এই চক্রান্ত প্রতিহতে আওয়ামী লীগের জন্য জনগণের শক্তির বিকল্প নেই।’

বিএনপি-জামায়াতকে চোখে চোখে রাখার আহ্বান জানিয়ে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের (বিএনপি) কথায় খেয়াল রাখবেন। আজকের পর থেকে আরও বেশি ষড়যন্ত্রে মেতে উঠবে তারা।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘অধ্যাপক জাফর ইকবালের উপর যে হামলা হয়েছে, সাম্প্রদায়িক শক্তির এ হামলা নতুন নয়। একাত্তরেও তারা এটি করেছে। পঁচাত্তরেও করেছে। এখনও তাদেরই দোসর বিএনপি জামায়াত অশুভ শক্তিকে সঙ্গে নিয়ে গুপ্তহত্যা ও গুপ্তহামলা চালিয়ে যাচ্ছে।’

‘আইন শৃঙ্খলাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, এখনও তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। মাঝে তারা (হামলাকারী) একটু চুপ ছিল। এখন আবার শুরু করেছে।’

‘কোনো অপরাধ না করে বিএনপি নেত্রী কারাগারে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘তাহলে কি আদালতের প্রতি আপনার আস্থা নেই? আদালত সকল তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এতিমের টাকা আত্মসাতের মামলায় রায় দিল। খালেদা জিয়া সেই রায়ে কারাভোগ করছেন। আর আপনারা বলেন তিনি নিরাপরাধ! অবাক হই আপনাদের কথা শুনে। আপনাদের লজ্জা হওয়া উচিত।’

বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সাম্প্রদায়িক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের জন্যই এই ১৪ দল গঠন হয়েছে। আমরা নানা সময়ে এই সাম্প্রদায়িক শক্তির আক্রমণ দেখেছি, এখনও দেখছি। এগুলো প্রতিহতে এবং দেশকে নিয়ে সব চক্রান্ত-ষড়যন্ত্রের জবাবে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহে আলম ‍মুরাদ, সহ সভাপতি আবু আহমেদ মান্নাফি, যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী, প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031