মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর নতুন মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসিকে বিজিবি’র ডিজি পদে নিয়োগ করা হয়। একই আদেশে মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।
এর আগে গত ৭ই মার্চ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।
